সোমবার ১৭ নভেম্বর ২০২৫ - ০৮:১৫
দুশ্চরিত্রের মানুষের দুনিয়াবি পরিণতি

আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) এক সতর্কতামূলক বাণীতে খারাপ চরিত্রের ভয়াবহ প্রভাবের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি ব্যাখ্যা করেন, নৈতিক অবক্ষয় শুধু মানুষের আচরণকে বিপথগামী করে না, বরং তার জীবনের শান্তি ও স্বাদও নষ্ট করে দেয়।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,
اَلسَّیِّئُ الْخُلُقِ کَثیرُ الطَّیْشِ مُنَغَّصُ الْعَیْشِ
দুশ্চরিত্রের মানুষ প্রায়ই ভুল ও বিচ্যিতিতে পতিত হয়, আর তার জীবন হয়ে ওঠে তিক্ত ও দুর্বিসহ।

[গুরারুল হিকাম, হাদিস ১৬০৪]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha